দেশজুড়ে

সরাইলে গাড়িচাপায় বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাড়িচাপায় অজ্ঞাত পরিচয় (৬৫) এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় ওই বৃদ্ধ মহাসড়ক পারাপারের সময় একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে ৮টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এবিএস