এশিয়া কাপের ফাইনালে শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথমবারের মত দেশকে বড় কোন শিরোপা এনে দিতে বদ্ধপরিকর টাইগাররা। তাই মাঠে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে নেমেছে বাংলাদেশের ক্রিকেটাররা। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের একপাশে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন মাশরাফিরা।বৃষ্টি শেষ হবার পর পরই মাঠের এক কোনে ফুটবল নিয়ে মেতেছেন মাশরাফি-মুশফিকরা। কেউবা হালকা দৌড়ে গা গরম করে নিচ্ছেন। একপ্রান্তে কোচ হাতুরুসিংহে এবং বোলিং কোচ হিথ স্ট্রিক চার পেসারকে নিয়ে কথা বলছেন। অপর পাশে ফুটবল নিয়ে মেতেছে ভারতীয় ক্রিকেটাররাও।এর আগে বিকাল ৫টার দিকে স্টেডিয়ামে প্রবেশ করে বাংলাদেশ দল। যথারীতি প্রথমে ব্যাট হাতে অনুশীলনে নেমে পড়েন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। বেশ কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করার পর উইকেটকিপিং অনুশীলনে নেমে পড়েন তিনি। এরপর অনুশীলনে নামেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। বেশ কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেন তারা। মাঠের আরেক পাশে ফুটবল নিয়ে অনুশীলন করছেন বাকি খেলোয়াড়রা।এদিকে জানা গেছে চোট কাটিয়ে আজকের ম্যাচের খেলার জন্য সম্পূর্ণ ফিট বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দুই দিন আগে অনুশিলনে ব্যাটিং করার সময় একটি বল তার উরুতে লাগ্লে ইনজুরিতে পড়েন তিনি।আরটি/এবিএস