দেশজুড়ে

গাজীপুরে ১০৯ কেজি গাঁজা জব্দ, কারবারি আটক

গাজীপুরে ১০৯ কেজি গাঁজা জব্দ করে এক মাদক কারবারিকে আটক করেছেন সদস্যরা। আটক মো. ফয়সাল মামুন (৩৮) নোয়াখালীর সেলিম মিয়ার ছেলে।

শনিবার (১৫ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এসব গাঁজা জব্দ ও মাদক কারবারিকে আটক করা হয়।   

র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, কুমিল্লা থেকে কাভার্ডভ্যানে করে গাঁজার বড় একটি চালান ঢাকা হয়ে গাজীপুরের মাওনার দিকে আসছে। পরে র‍্যাব সদস্যরা রাত আড়াইটার দিকে বাসন থানার ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর চেকপোস্ট বসিয়ে মাদক কারবারি মো. ফয়সাল মামুনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, এসময় ফয়সালের কাছ থেকে ১০৯ কেজি গাঁজা, গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান, দুইটি মোবাইলফোন ও মাদক বিক্রির নগদ ৮ হাজার ১৫ টাকা জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মো. আমিনুল ইসলাম/এমআরআর/জিকেএস