নেত্রকোনার বারহাট্টা উপজেলায় তীব্র গরমে জমিতে ধান কাটার সময় নূর মিয়া (৪০) নামে এক কৃষক মারা গেছেন।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার চিরাম ইউনিয়নের রায়মাধব গ্রামে এ ঘটনা ঘটে। নূর মিয়া রায়মাধব গ্রামের হালান মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নূর মিয়া রায়মাধব গ্রামের একটি জমিতে সোমবার দুপুরে ধান কাটতে যান। প্রচণ্ড তাপপ্রবাহে ধান কাটা অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ধান কাটার শ্রমিকরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেরুন জাবিন মৃত ঘোষণা করেন। হিট স্ট্রোকে ওই ব্যক্তি মারা যেতে পারে বলেও প্রাথমিকভাবে তিনি ধারণা করেন।
বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, ঘটনাটি খুবই হৃদয় বিদারক। তার মৃত্যুতে এলাকাবাসী খুবই শোকাহত।
এইচ এম কামাল/এসজে/এমএস