প্রবাস

মালয়েশিয়ায় ক্রিকেটপ্রেমী প্রবাসীদের স্বপ্নভঙ্গ

মালয়েশিয়ায় ক্রিকেট উন্মাদনায় ছিলেন প্রবাসীরা। রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন রেস্তরাঁয়, কোম্পানির মেসে, শপিং মলের টিভি সেটের সামনে দণ্ডায়মান ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে খেলা দেখেছেন।এশিয়া কাপ টি-টোয়েন্টি ফাইনালে রোববার চরম উত্তেজনার ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল টাইগাররা। গতবার হাত ফসকে বেরিয়ে যাওয়া চ্যাম্পিয়ান ট্রফি এবার বাংলাদেশের হবে, এই প্রত্যাশায় ছিলেন গোটা বিশ্বে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।কিন্তু না আবারও স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের এবং প্রবাসীদের। নাহ, পারলো না বাংলাদেশ। ২০১২’র সেই হৃদয় ভঙ্গ করা ফাইনালের সেই স্মৃতি আবারও বাংলাদেশকে উপহার দিলো ভারত। স্বপ্নের এশিয়া কাপের ফাইনালে উঠে বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়ে শিরোপাটাও হাতছাড়া করে ফেললো বাংলাদেশ।ভারতের সামনে ১২০ রানের অনেক বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েও একের পর এক মিস ফিল্ডিংয়ের কারণে শিরোপা জেতা হলো না বাংলাদেশের। উল্টো ৭ বল হাতে রেখেই ৮ উইকেটে বাংলাদেশকে হারিয়ে ষষ্ঠবারের মতো এশিয়া কাপ জিতে গেলো ভারত।ভারতের এই জয়ে সবচেয়ে বেশি অবদান শিখর ধাওয়ানের। ভারতীয় এই ওপেনারের ব্যাট থেকেই এলো ৪৪ বলে ৬০ রান। ৯টি বাউন্ডারি মেরেছেন তিনি। সঙ্গে একটি ছক্কা। বিরাট কোহলি করেন ৪১ রান।ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এমনিতেই গ্রেট ফিনিশার। এশিয়া কাপের ফাইনালে তিনি আল আমিনকে ছক্কা মেরে জিতিয়ে দিলেন ভারতকে। ৬ বলে তিনি করেন ২০ রান।উল্লেখ্য, ২০১২ সালে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে দুই রানে হেরেছিল বাংলাদেশ। এমন হারের পর মাঠেই সাকিব-মুশফিকের কান্নার সঙ্গে কেঁদেছিল পুরো বাংলাদেশসহ প্রবাসীরা।ক্রিকেট উন্মাদনায় শনিবার রাত থেকেই ফেসবুকের প্রোফাইল ছবিতে বাংলাদেশ লেখা বিসিবির সিল বসিয়ে প্রবাসী বাংলাদেশিরা বদলে নিয়েছিলেন প্রোফাইলের ছবি। দুপুরের পর অনেকেই কর্মস্থল থেকে ছুটি নিয়ে নিজ বাসায় বা বন্ধুদের সঙ্গে খেলা দেখার জন্য ছোটেন। সবাই মিলে গলা ফাটিয়ে বাংলাদেশের চার-ছক্কার জয়ধ্বনি দিতে মালয়েশিযার বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখেছেন।মালয়েশিয়ার কোতারায়া, চৌকিট রেস্টুরেন্ট আল জান্নাত, ক্লাং, জহুরবারু, মালাক্কা, শাহ আলম, বুকিত বিনতাং, পুডু, সারডাং, পেতালিং জায়া, কোয়ান্তান, পেনাং, গেন্তিং, ক্যামেরুন হাইল্যান্ড, ভিবিন্ন কলেজ ইউনিভার্সিটিসহ মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখেছেন সবাই।শত শত প্রবাসী খেলা দেখতে টিভির সামনে ভিড় করেছেন। কারও ভেদাভেদ নেই। সবাই উল্লাসে মেতে উঠেছিলেন, সবার মুখেই একটি নাম- বাংলাদেশ।বিএ