ধাঁধা :১. ‘গলা আছে তার, তবু কোনো তলা নাই। জলে যদি নেবেন তারে তবু মাছ ধরা চাই।’২. ‘গরমে রাখলে গলে যায়, ঠান্ডায় হয় শক্ত। পৃথিবীর সব লোকই এর আবার ভক্ত।’৩. ‘গঙ্গার উপরে কাঠের পুল, তার উপর লক্ষার বাসা। কেউ খায়- কেউ নেয়, কেউ করে আশা।’৪. ‘ঘর আছে দরজা নেই, মানুষ আছে শব্দ নেই।’উত্তর :১. পলো২. মোমবাতি৩. হুঁকো৪. কবরএসইউ/এমএস