দেশজুড়ে

শ্বশুরবাড়ি থেকে ডাকাতের অস্ত্র উদ্ধার

নোয়াখালী সদরে ডাকাতি মামলার এক আসামিকে গ্রেফতারের পর তার শ্বশুরবাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার দাদপুর ইউনিয়নের দামোদরপুর গ্রামে আসামির শ্বশুর প্রবাসী জলিলের ঘর থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়। এরআগে পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম নিজাম উদ্দিন মিজান (২৯)। তিনি বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালিশপুর গ্রামের শাহ আলমের ছেলে। বর্তমানে সদরের দাদপুর ইউনিয়নের দামোদরপুর গ্রামে বসবাস করেন।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুধারাম মডেল থানায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে মিজানকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে নতুন করে আরও একটি অস্ত্র মামলা রুজু করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম