সিবগাতুর রহমান
হে মাওলা, আমি ক্ষুদ্র অতি তুমি মালিক সাঈএই জগতে তুমি ছাড়া মোর আপন কেহ নাই।তোমার প্রতাপ দুই জাহানেই নিত্য বিরাজমানতুমি মালিক ওগো দয়ার সাগর সর্ব শক্তিমান।
তুমিই ঈশ্বর, অবিনশ্বর নাই কো তোমার ক্ষয়তুমি হাকিম, তুমিই গাফুর তুমি যে করুণাময়।সবার উপরে মহিমা তোমার তাহার পরে নাইআমি পাপিষ্ঠ দুরাচারি অতি, তব করুণা চাই।
তোমারি দ্বারে লুটিয়ে প্রভু করছি মোনাজাতক্ষম হে মম অপরাধ প্রভু দাও মোরে নাজাত।তুমি তো ক্ষমার মূর্ত প্রতীক আমরা অপরাধীদুয়ারে তোমার এই অসহায় কাঁদছি নিরবধি।
হাশরের মাঠে শেষ বিচারে তুমিই বিচারপতিসকরুণ ওগো তোমারই কাছে জানাই মিনতি।ক্ষমা কর তুমি এ পাপীরে ওগো প্রভু দয়াময়তুমি বিনা এই অপরাধীর কোথা আর আশ্রয়।
চাই গো ক্ষমা আশিস তব শবে কদরের রাতেঅঞ্জলি মোর ভরে দাও প্রভু তোমার রহমতে।প্রভু তোমার সকল নামের দোহাই সেজদাতেএ মহা গোরে আশ্রয় দাও চাই এই রজনীতে।
এসইউ/জিকেএস