সিরিয়ায় কামান এবং রকেট হামলায় কমপক্ষে ১৪ বেসামরিক নিহত হয়েছে। রোববারের ওই হামলায় আহত হয়েছে আরো বহু মানুষ। আলেপ্পো শহরের দক্ষিণের একটি বেসামরিক এলাকার ব্যস্ত বাজারে কামান ও রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। খবরে বলা হয়েছে, কুর্দি বাসিন্দাদের একটি এলাকাকে লক্ষ্য করে আলেপ্পো শহরের বিদ্রোহী এলাকা থেকে কামান ও রকেট ছোড়া হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। টিটিএন/এমএস