আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপিও আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। আর বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে তারা রাজনীতি থেকে হারিয়ে যাবে। কারণ রাজনীতির প্রাণকেন্দ্র নির্বাচন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে ভোলা সদরের ভেদুরিয়া ও ভেলুমিয়া কলেজ মাঠে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে যাকাতের পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে আর কোনোদিন তত্ত্বাবধারক সরকার হওয়ার সুযোগ নেই, আর প্রশ্নই ওঠে না। আগামী সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে। সেই নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে।
এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ উপস্থিত ছিলেন।
জুয়েল সাহা বিকাশ/এমআরআর/এমএস