ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম মজুমদারকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে মন্ত্রণালয় তাকে বরখাস্ত করে। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি রোববার সন্ধ্যায় কমিশন সচিবালয়ে পাঠানো হয়। কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান। স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব লুৎফুন নাহারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘আবদুল আলিমের বিরুদ্ধে ইউপি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমায় বাধা, ভয়ভীতি প্রদর্শন, বেআইনি কর্মকাণ্ড এবং নির্বাচন কমিশন ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’আবদুল আলিম ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণে বাধা, নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীকে মারধর এবং কার্যালয় ভাঙচুরের অভিযোগে ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে গত শুক্রবার সন্ধ্যায় মামলা করেন ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) আশিকুল ইসলাম। মামলায় অজ্ঞাতপরিচয় আরো ১৫-২০ জনকে আসামি করা হয়। এইচএস/জেএইচ/এমএস