জাতীয়

সাত খুন : নূর হোসেনসহ ২৩ আসামি আদালতে

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনার একটি মামলার বাদী বিজয় পালের সাক্ষ্যগ্রহণের জেরার নুর হোসেন, তারেক সাঈদসহ ২৩ জনকে আদালতে হাজির করা হয়েছে। নুর হোসেন, তারেক সাঈদ ও এমএম রানাসহ ১৩ জন আসামি পক্ষের আইনজীবীরা বাদীকে জেরা করবেন।   এদিকে, সোমবার সকাল সাড়ে ৯টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ মো. এনায়েত হোসেনের আদালতে নূর হোসেন, লে.কর্নেল তারেক সাঈদ, মেজর (অব.) আরিফ হোসেন, লে. কমান্ডার (অব.) এমএম রানাসহ ২৩ জন আসামিকে আদালতে হাজির করা হয়। গত ২৯ ফেব্রুয়ারি সাত খুনের একটি মামলার বাদী বিজয় কুমার পালের সাক্ষ্যগ্রহণে মামলার প্রধান আসামি আলোচিত নূর হোসেন, তারেক সাঈদসহ তিনজনের পক্ষের আইনজীবী বাদীকে (সাক্ষী) জেরার সময় প্রার্থনা করেন। পরে বিজ্ঞ আদালত বাদীকে জেরা করার সময় আগামী ৭ মার্চ সময় নির্ধারণ করেন আদালত। লে.কর্নেল তারেক সাঈদের পক্ষে অ্যাড. রোকরুজ্জামান সাক্ষ্য জেরার আগেই একটি অজুহাত দেখিয়ে জেরা করার সময় প্রার্থনা করেন। ২৯ ফেব্রুয়ারি বিজয় কুমার পালের সাক্ষ্যগ্রহণ শুরুর আগে আদালতের এজলাস থেকে উপস্থিত সাংবাদিকদের বের করে দিয়েছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন।  উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল দুপুরে আদালত থেকে ফেরার পথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোড থেকে অপহৃত হন। অপহরণের ৩দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয় জনের ও পরদিন ১ মে আরও একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। মো. শাহাদাত হোসেন/এমজেড/এমএস