দেশজুড়ে

৪০০ ছিন্নমূল পরিবারে পৌঁছালো ভয়েস অব ঝিনাইগাতীর ঈদ উপহার

কয়েক বছর ধরেই শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ বিভিন্ন দুর্যোগকালীন সময় ও ধর্মীয় উৎসবে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবার ঈদ আনন্দ ভাগাভাগি করতে উপজেলার প্রায় ৪০০ অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও নতুন পোশাক বিতরণ করেছে এ স্বেচ্ছাসেবী সংগঠন।

বুধবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার থানা রোড এলাকায় এসব উপহার তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর।

প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় ঈদ উপহার হিসেবে তিন শতাধিক পরিবারের মাঝে পোলাও চাল, সেমাই, চিনি, গুঁড়া দুধের প্যাকেট, তেল, সাবান, পিঠা, মুড়ি, পিঁয়াজ, আলু, রসুন, ডাল ও লবণ দেওয়া হয়। এছাড়া আরও ৭০ জন নারী-পুরুষের জন্য লুঙ্গি,পাঞ্জাবি, শাড়ি দেওয়া হয়। উপহারসামগ্রী পেয়ে তারা খুবই আনন্দিত।

কালিনগর এলাকার ছালেহা বেওয়া বলেন, ‘খুব কষ্ট করে রোজাগুলো পার করলাম। কখনো ভাবিনি এত গুইল্যা ঈদের বাজার আমি পামু। দোয়া করি আল্লাহ আইন্নে গোর (আপনাদের) ভালা করুক।’

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, আমাদের এ সংগঠন দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য নানারকম কাজ করে থাকে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি এটা ভেবেই আত্মতৃপ্তি পাচ্ছি। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর বলেন, কিছু কাজ আছে যা নিজের বিবেকের তাড়নায় করতে হয়। সে কাজগুলো জীবনে যে প্রশান্তি এনে দেয়, তা আরও নতুন করে ভালো কিছু কাজের উৎসাহ জোগায়। অবহেলিত মানুষের পাশে রাষ্ট্রের পাশাপাশি দেশ ও সমাজের সর্বস্তরের ব্যক্তিরা এগিয়ে এলে তাদের মুখে হাসি ফোটানো সম্ভব। ‘ভয়েস অব ঝিনাইগাতী’র এ ধরনের কাজ দৃষ্টান্তমূলক।

ইমরান হাসান রাব্বী/এমআরআর/জিকেএস