জাতীয়

গৃহকর্মীর মৃত্যু : কাফরুলে থেমে থেমে বিক্ষোভ

ধর্ষণের পর গৃহকর্মীকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে কাফরুলে বিক্ষোভ করছে স্থানীয়রা। সোমবার সকাল থেকে কাজীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এক ঘণ্টা সড়ক অবরোধের পর বর্তমানে তারা সড়কের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ করছে। এর আগে রোববার সকালে মিরপুরের ন্যাম কোয়ার্টারে সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকার একটি ভবনের গৃহকর্মী জরিনা বেগমের হাতপা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। কাফরুল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জাগো নিউজকে জানান, এ ঘটনায় গতকাল অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে। সাধারণত আত্মহত্যার ঘটনা ঘটলে অপমৃত্যুর মামলা করা হয়। তবে স্থানীয়রা অভিযোগ করেছে, জরিনার গৃহকর্তার ছেলে ধর্ষণের পর তাকে ছাদ থেকে ফেলে হত্যা করেছে।  এ ব্যাপারে মামলা করতে চাইলে মামলা নেয়নি পুলিশ। তাই সকাল থেকে তারা সড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন বলে দাবি করন। তবে দুপুর সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। এআর/এসকেডি/এমএস