হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামে রাস্তা দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার বেলা ১১ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী জানায়, সুলতানশী গ্রামে একটি রাস্তা নিয়ে মৃত তালিব হোসেনের ছেলে আলতাব আলীর সঙ্গে একই গ্রামের দুলাল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সোমবার সকালে উভয় পক্ষের লোকজনের মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দু’পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নারীসহ অন্তত ৫০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। তবে আবার সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।এখলাছুর রহমান খোকন/এসএস/আরআইপি