খেলাধুলা

আইপিএল অভিষেক লিটনের, দিল্লি একাদশে নেই মোস্তাফিজ

লিটন দাস আর মোস্তাফিজুর রহমানের মুখোমুখি লড়াই দেখা হলো না বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের। লিটন দাস প্রথমবারের মতো আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে নামছেন। তবে মোস্তাফিজুর রহমানকে একাদশের বাইরে ঠেলে দিয়েছেন দিল্লি ক্যাপিটালস।

ঘরের মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করবে।

এর আগে বহুল প্রতীক্ষিত এই ম্যাচটিতে হানা দেয় বৃষ্টি। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় টস হওয়ার কথা ছিল, সেটি পিছিয়ে করা হয় রাত পৌনে নয়টায়।

তবে সোয়া এক ঘণ্টা দেরিতে টস হলেও কোনো ওভার কাটা হয়নি। পুরো ২০ ওভার করেই পাবে দুই দল।

এমএমআর/জেআইএম