মাত্র ১০ টাকায় ঈদের বাজার করেছেন জয়পুরহাটের ৫০০ পরিবার। বাজারের মধ্যে রয়েছে গরুর মাংস, লাচ্চা সেমাই, শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবী।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরে অসহায় দুস্থ মানুষের জন্য ১০ টাকায় এ বাজারের আয়োজন করেন আজিজ-রেজিয়া নামে একটি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন।
দশ টাকায় বাজার নিতে আসা তিলকপুর গ্রামের ভ্যানচালক আব্দুল জাগো নিউজকে বলেন, প্রায় তিন-চার মাস আগে গরুর মাংস কিনেছিলাম, আর কেনা হয়নি। আজ মাত্র ১০ টাকায় মাংসসহ সেমাই, লুঙ্গি, পাঞ্জাবী পেলাম। এগুলো পেয়ে আমি অনেক খুশি।
তিনি আরও বলেন, গরীবের জন্য যিনি এই আয়োজন করেছেন আল্লাহ যেন তাকে আরও বেশি বেশি দেওয়ার তৌফিক দেন।
একই গ্রামের বিধবা মহিলা লাভলী আক্তার জাগো নিউজকে বলেন, এখনো ঈদের বাজার করতে পারিনি।আজকে মাংস, শাড়ি, সেমাই, চিনি পেয়ে অনেক ভালো লাগছে।
আজিজ-রেজিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, দ্রব্যের দাম এতো বেড়েছে যে গরীব মানুষ সবকিছু কিনতে পারে না। তাই তাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। সেই সঙ্গে এ মানুষগুলোর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই আয়োজন করা হয়েছে।
এএইচ