নাটোরের আব্দুলপুর জংসনে ট্রেন থেকে নামতে গিয়ে কায়সার রহমান ববিন (৪৫) নামে এক রেল স্টেশন মাস্টারের বাম পা কাটা পড়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আব্দুলপুর জংসনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন বাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কায়সার রহমান রবিন সান্তাহার রেল স্টেশনের চতুর্থ শ্রেণির মাস্টার। তিনি ঈদ উপলক্ষে স্পেশাল ট্রেনে সান্তাহার থেকে রাজশাহীর যাচ্ছিলেন। আব্দুলপুর স্টেশনে স্পেশাল ট্রেনটি না থামতেই তিনি লাফ দিয়ে নামার চেষ্টা করেন। যদিও সেসময় ট্রেনটি ধীর গতিতে স্টেশন অতিক্রম করছিল। কিন্তু পা পিছলে ট্রেনের চাকার সঙ্গে বাম পায়ের হাঁটুতে আঘাত লাগে। এতে বাম পা কেটে ও দুমড়ে মুচড়ে যায়। পরে তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়।
রেজাউল করিম রেজা (আরকেআর)/এএইচ