ব্যতিক্রমী, দৃষ্টিনন্দন, দারুণ কার্যকরী ব্যাটিং দিয়ে ইনজামাম নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তবে ব্যাটিংয়ের চেয়ে ওজনই তাকে সবসময় আলোচনায় রাখত। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ইনজামাম মোট ৩৮ রেকর্ড বার রান আউট হয়েছেন। ভারতের এক বেসরকারি টিভি চ্যানেলে নিজের ওজন নিয়ে বলতে গিয়ে পাকিস্তানের অন্যতম সফল অধিনায়ক বলেন, ``আমি ওজন কমানোর চেষ্টা একবারই করেছিলাম। সেটা ছিল ২০০৩ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। সেই বিশ্বকাপে আমি ঠিক ১৯ কেজি ওজন কমিয়ে ছিলাম। সেটা এতটাই ফ্লপ হয়েছিল যে সেই বিশ্বকাপে আমি ঠিক ১৯ রান করেছিলাম। তারপর আর ওজন কমানোর পথে হাঁটার চেষ্টা করিনি।`` সেই বিশ্বকাপে ইনজির সর্বোচ্চ রান ছিল ৬। দুটো ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন।এমআর/আরআইপি