মাত্র ১০৯৯ রুপিতে আকাশ পথে ভ্রমনের অফার দিয়েছে ভারতীয় বিমান সংস্থা এয়ার এশিয়া। কর্তৃপক্ষ জানিয়েছে এই `অফার উইক`-এর মধ্যে অনলাইনে টিকিট বুকিং দিলে লাভবান হবে গ্রাহক । এই ভাড়া নির্দিষ্ট কয়েকটি অভ্যন্তরীণ রুটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পাশাপাশি আন্তর্জাতিক রুটেও চলাচলে ছাড় দিয়েছে কোম্পানিটি।এয়ার এশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে ৭ মার্চ থেকে ১৩ মার্চ -এই ৭ দিনের মধ্যে অনলাইনে টিকিট বুক করলে, তা দিয়ে চলতি বছরের ১ অক্টোবর থেকে আগামী বছরের ২২ মে পর্যন্ত এই ভাড়ায় গ্রাহক বেঙ্গালুরু, বিশাখাপত্তম, গুয়াহাটি, কোচি, ইম্ফল, গোয়া, দিল্লিতে ভ্রমণ করতে পারবে। এছাড়া আন্তর্জাতিক রুটে ব্যাংকক থেকে চেন্নাই অথবা বেঙ্গালুরু আসতে খরচ পড়বে মাত্র ৩০৯৯ রুপি।এমএমজেড/পিআর