দেশজুড়ে

ভোলায় দ্বিতীয় দফা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৩৪ জন

ভোলায় দ্বিতীয় দফা তফসিল অনুযায়ী বাছাই শেষে জেলার ৩ উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩৪ জন প্রার্থী বৈধ মনোনয়ন পেয়েছেন। কাচিয়া ইউনিয়নে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান জহিরুল ইসলাম নকিব। এদিকে বৈধ প্রার্থীরা হচ্ছেন, ইলিশা ইউনিয়নে মো. হাসনাইন আহমেদ ( আ.লীগ), বর্তমান চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম (বিএনপি), মাওলানা মো. ইউছুফ (ই.আন্দোলন), মিয়া সিরাজ উদ্দিন (স্বতন্ত্র আ.লীগ বিদ্রোহী প্রার্থী), সিরাজুল ইসলামের স্ত্রী  মোসাম্মত লায়লা আঞ্জুমাদ এবং ড্যামী ফখরুল আলম। রাজাপুর ইউনিয়নে মিজানুর রহমান খা (আ.লীগ), গোলাম সরোয়ার(বিএনপি), বর্তমান চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী (আ.লীগ বিদ্রোহী), মাওলানা বশির উদ্দিন (ই.আন্দোলন), মোশারেফ হোসেন (বিদ্রোহী আ.লীগ স্বতন্ত্র), জসিম উদ্দিন (ড্যামী স্বতন্ত্র)।মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে জাকির হোসেন (আ.লীগ), এ্যাড. রফিকুল ইসলাম (বিএনপি), মুফতি এনায়েতউল্লাহ (ই.আন্দোলন), ওমর ফারুক (আ.লীগ ড্যামী)। দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে অলিউল্লাহ কাজল (আ.লীগ), জামাল উদ্দিন (বিএনপি), ডা. মোতালেব (ই.আন্দোলন), আব্দুস সাত্তার (ড্যামী স্বতন্ত্র)। এছাড়াও চরফ্যাশনের আবু বক্করপুর ইউনিয়নে ৪ জন, ওসমানগঞ্জ ইউনিয়নে ৬ জন ও আব্দুল্লাহপুর ইউনিয়নে ৩ জন মনোনয়নপ্রাপ্ত বৈধ প্রার্থী হয়েছেন। অমিতাভ অপু/এফএ/এবিএস