কয়েকদিনের টানা দাবদাহে হঠাৎ বৃষ্টিতে ঝালকাঠিতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। তবে বৃষ্টির সঙ্গে শিল পড়ায় ফসলের ক্ষতি হয়েছে কৃষকদের।
শনিবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে শিলাবৃষ্টি শুরু হয়। চলে প্রায় ২০ মিনিট ধরে।
টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে সারাদেশে তীব্র গরম পড়েছে। ৪০ ডিগ্রি তাপমাত্রায় গরম বাড়ার সঙ্গে সঙ্গে লোডশেডিংও বেড়েছে। সবমিলিয়ে মানুষ খুব কষ্টের মধ্যে ছিল। তবে দীর্ঘদিন পর বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে। কিন্তু এ স্বস্তিতে বাধ সাধে শিলাবৃষ্টি। ক্ষেতের ফসল ও আমের মুকুলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
কৃষক কালাম খলিফা বলেন, বৃষ্টি হওয়ায় আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে। তবে বৃষ্টির সঙ্গে শিল পড়ায় ফসলের অনেক ক্ষতি হয়ে গেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনিরুল ইসলাম বলেন, জেলার কয়েক জায়গায় শিলাবৃষ্টি হয়েছে। এতে একদিকে যেমন পরিবেশের অনেক বড় উপকার হয়েছে, তেমনি ফসলেরও ক্ষতির আশঙ্কা রয়েছে। ক্ষতির পরিমাণ এ মুহূর্তে বলা যাচ্ছে না। জরিপ শেষে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে।
আতিকুর রহমান/এসআর/জেআইএম