পটুয়াখালীর কলাপাড়ায় ঈদুল ফিতরের নামাজ পড়তে গিয়ে আব্দুল হান্নান বেপারী নামের এক মুসল্লিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদারের বিরুদ্ধে।
শনিবার (২২ এপ্রিল) সকালে খেপুপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই ভুক্তভোগী মুসল্লি ও খেপুপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য আব্দুল হান্নান বেপারী কলাপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী হান্নান বেপারী বলেন, সকাল ৮টার দিকে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য আমি খেপুপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদে প্রবেশ করি। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান অজ্ঞাতপরিচয় ৪-৫ জনসহ মসজিদের অর্থ, সম্পদ ও জমি উদ্ধারে দুদক আইনের মামলায় তাকে আসামি করার জেরে আমার দিকে তেড়ে আসেন এবং আমাকে খুন-জখমের হুমকি দেন। মসজিদ কমিটির সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস আমাকে রক্ষায় এগিয়ে না এলে আমি আঘাতপ্রাপ্ত হতে পারতাম। পরে আমি আমার নিজের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছি।
ঘটনার সত্যতা স্বীকার করে খেপুপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদ কমিটির সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস বলেন, আজ ঈদের দিন মসজিদে যে ঘটনাটি ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত।
জানতে চাইলে সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার জাগো নিউজকে বলেন, সামনে নির্বাচন তাই নির্বাচনের আগে এরকমের অনেক ঘটনাই ঘটবে। কারণ যে নমিনেশন পাবে না সে এইটা করবে। এটা নির্বাচনী উত্তাপ ছাড়া আর কিছু না। একথা বলেই তিনি ফোনের সংযোগ কেটে দেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, মসজিদ কমিটির সদস্য হান্নান বেপারী থানায় একটি লিখিত আবেদন করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে
আসাদুজ্জামান মিরাজ/এসআর/জেআইএম