নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় জমির ধান কাটার সময় বজ্রপাতে রবিকুল হাসান (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তার আরেক ভাই হাবুল্লাহ হাসান (২৫) আহত হয়েছেন।
রোববার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দউষান গ্রামে এ ঘটনা ঘটে। রবিকুল হাসান ও আহত হাবুল্লাহ হাসান আপন দুই ভাই। তারা ওই গ্রামের আব্দুস কুদ্দুসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পার্শ্ববর্তী বিলে ধান কাটছিলেন রকিবুল ও হাবুল্লাহ। এ সময় বজ্রপাতে দুজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রকিবুলকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বাড়িতে আনা হয়েছে।
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এইচ এম কামাল/এসজে/জেআইএম