নাটোরের নলডাঙ্গায় আগুনে প্রায় ২০টি টিনের কাঁচাবাড়ি পুড়ে গেছে। এতে আহত হয়েছেন দুজন। রোববার বিকেল ৫টার দিকে বাঁশিলা উত্তরপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নাটোর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম মুরশেদ ও এলাকাবাসী জানান, নলডাঙ্গা উপজেলার বাঁশিলা উত্তরপাড়া গ্রামের কৃষক খলিলের চুলার আগুন থেকে রান্না ঘরে আগুন ধরে যায়। পরে মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ১৫-২০টি টিনের বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বাড়িগুলোতে থাকা আসবাবপত্র, কৃষিপণ্য, গবাদি পশু পুড়ে যায়।
খবর পেয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার ঘটনাস্থলে আসেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হবে।
রেজাউল করিম রেজা/জেডএইচ