দেশজুড়ে

নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

খাগড়াছড়ির পানছড়িতে চেঙ্গী নদীতে ডুবে মো. ইমতিয়াজ (১১) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার তালুকদার পাড়া এলাকার চেঙ্গী নদীতে এ ঘটনা ঘটে।নিহত ইমতিয়াজ পানছড়ি সদর ইউনিয়নের তালুকদার পাড়া গ্রামের আইয়ুব আলী ও মনোয়ারা বেগমের ছেলে। সে উপজেলার সুতকর্ম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ২টা দিকে সহপাঠীদের সাথে চেঙ্গী নদীতে গোসল করতে গেলে সবার অজান্তেই পানিতে তলিয়ে যায় স্কুল ছাত্র ইমতিয়াজ। অনেক খোঁজাখুজির পর পানি থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মুজিবুর রহমান ভুইয়া/এফএ/আরআইপি