বিনোদন

ছেলে ফিরলেই দাফন, মিঠুর মরদেহ হিমঘরে

গুণী চলচ্চিত্র নির্মাতা ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠু আজ সোমবার দুপুরে না ফেরার দেশে চলে গেছেন। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে সংস্কৃতি অঙ্গনে। এরইমধ্যে প্রিয় সহকর্মীকে দেখতে মিঠুর ধানমণ্ডির বাসায় ছুটে গেছেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান ও পরিচালক শাইখ সিরাজ, চিত্রনির্মাতা মোরশেদুল ইসলাম, তারকা দম্পতি তৌকির আহমেদ ও বিপাশা হায়াত, অভিনেত্রী রোকেয়া প্রাচী সহ আরও অনেকেই।মিঠুর পারিবারিক সূত্রে জানা গেছে, খালিদ মাহমুদ মিঠু ও চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা দম্পতির একমাত্র ছেলে আর্য শ্রেষ্ঠ এখন ইংল্যান্ডে আছেন। তাকে এরমধ্যে খবর পাঠানো হয়েছে। তিনি দেশে ফিরলেই খালিদ মাহমুদ মিঠুর দাফনের সিদ্ধান্ত নেয়া হবে। সে পর্যন্ত মরদেহ থাকবে বারডেম হাসপাতালের হিমঘরে।মিঠু ছিলেন একজন পুরোদস্তুর শিল্পমনা মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছবি আঁকা নিয়ে পড়াশোনা শেষ করলেও নিজেকে তিনি চলচ্চিত্রের মানুষ হিসেবেই পরিচিত করতে ভালোবাসতেন। এ পর্যন্ত ‌‘গহীনে শব্দ’ ও ‘জোনাকির আলো’ নামে দুটি চলচ্চিত্র তৈরি করেছিলেন খালিদ মাহমুদ মিঠু। দুটি ছবিই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেশ কিছু স্বীকৃতি পেয়েছে।এলএ