দেশজুড়ে

ইবি নীলফামারী অ্যালামনাইয়ের সভাপতি আকতারুজ্জামান, সম্পাদক শামীম

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক আকতারুজ্জামানকে সভাপতি ও আইনজীবী শামীমুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) নীলফামারী জেলা অ্যালামনাইয়ের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) ইবি নীলফামারী পুনর্মিলনী অনুষ্ঠানে এ কার্যনির্বাহী কমিটির মনোনয়ন দেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরমিন খাতুন ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল আজাদ।

কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন সহসভাপতি বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক সাইফুর রহমান সাইফ ও আইনজীবী জুলফিকার আলী ভুট্টো, যুগ্ম- সম্পাদক অধ্যক্ষ হাবিবুর রহমান হারিছ, সাংগঠনিক সম্পাদক আইনজীবী আশিকুর রহমান, অর্থ সম্পাদক প্রভাষক আনোয়ার হোসাইন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ব্যাংক কর্মকর্তা নুর ইসলাম।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সিরাজুস সালেকিন, জনতা ব্যাংকের প্রিন্সিপ্যাল অফিসার মুকুল চন্দ্র রায়, বাংলাদেশ কাস্টমসের রাজস্ব কর্মকর্তা হারুন অর রশিদ লিমন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির ফিল্ড কো-অর্ডিনেটর আলিমুল ইসলাম বীপন, একে পিভিসি প্লাস্টিকের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান, প্রভাষক আজহারুল হক, আল আমিন মিলন ও বেগম রোকেয়ার বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার সাইফুল ইসলাম।

রাজু আহম্মেদ/এসআর/এমএস