দেশজুড়ে

মেঘনা পাড়ে পর্যটকের ঢল

ঈদে পর্যটকদের উপচেপড়া ভিড় জমে ভোলার তুলাতুলির মেঘনা তীরের বিনোদন কেন্দ্রগুলোতে। নদীর হিমেল হাওয়া, মনোরম পরিবেশ ও মেঘনার স্রোতধারা মুগ্ধ করে ঘুরতে আসা সব বয়সী মানুষদের।

সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন ২৫-৩০ হাজার মানুষ তুলাতুলির ইলিশবাড়ি পর্যটন কেন্দ্র, শাহাবাজপুর মেঘনা পর্যটন কেন্দ্র, আলাপন পর্যটন কেন্দ্রসহ মেঘনার তীরে ভিড় করে। স্ত্রী-সন্তানসহ পরিবারের সব সদস্যদের নিয়ে ঘুরতে আসেন কেউ কেউ। স্পিডবোর্ট ও ট্রলার নিয়ে ঘুরে বেড়াতে দেখা গেছে অনেককে।

ইলিশবাড়ি পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা পর্যটক রুম্পা আক্তার জানান, পরিবারের সব সদস্যদের নিয়ে ঘুরতে এসেছি ইলিশবাড়ি পর্যটন কেন্দ্রে। এখানকার পরিবেশ দেখে মুগ্ধ আমরা।

বেড়াতে আসা রাইমা নামের এক শিশু জানান, বাবা-মার সঙ্গে ইলিশবাড়ি ঘুরতে এসেছি। আমরা খুবেই খুশি।

আরও পড়ুন: কুয়াকাটায় পর্যটকের ঢল

তুলাতুলি মেঘনা নদীর পাড়ে ঘুরতে আসা পর্যটক ইসরাত জাহান ইতু জানান, তুলাতুলির মেঘনা নদীর পাড়ে ঘুরতে এসেছি। এখানে চমৎকার বাতাস। এছাড়াও ট্রলার ও স্পিডবোর্ট দিয়ে কম খরচেও মেঘনা নদীতে ঘুরে বেড়িয়েছি।

ইলিশবাড়ি পর্যটন কেন্দ্রর পরিচালক মো. সোহেল জানান, ঈদের প্রথমদিন থেকে অনেক পর্যটকদের ঘুরতে এসেছেন। বেচাবিক্রিও ভালো হয়েছে। কম খরচে উন্নতমানের সব ধরনের বিক্রি হয় এখানে।

ভোলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, পর্যটকদের নিরাপত্তায় সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য কাজ করছে পুলিশ। জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এমএস