বিশৃঙ্খলার কারণে পদ্মা সেতুতে যানচলাচল শুরুর পরদিন বন্ধ করা হয় মোটরসাইকেল পারাপার। প্রায় সাড়ে ৯ মাস পর প্রধানমন্ত্রীর নির্দেশে ২০ এপ্রিল থেকে ঈদ উপলক্ষে আবারও সেতু দিয়ে শর্তসাপেক্ষে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। তবে দ্বিতীয় দফা চালুর পরও দেখা গেছে নিয়মভঙ্গের চিত্র।
সোমবার (২৪ এপ্রিল) ঈদের তৃতীয় দিনেও সেতুতে নিয়মভঙ্গ ও বিশৃঙ্খলা করায় ছয় মোটরসাইকেল আরোহীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দিনভর অভিযানে সেতুর বিভিন্ন স্থান থেকে তাদের আটকের পর জরিমানা করে ট্রাফিক পুলিশ।
মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) বজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এনিয়ে তিনদিনে ৩৮ মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হলো।
টিআই বজলুর রহমান বলেন, সকাল থেকে অভিযান চলছিল। এসময় নিয়ম না মানায় সেতুর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পরে রেকার স্লিপের মাধ্যমে জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, যারা প্রয়োজনের তাগিদে সেতু পার হচ্ছেন তারা নিয়ম মানছে। তবে যারা ঘোরাঘুরির জন্য উৎসাহী হয়ে অপ্রয়োজনে আসছেন তারাই নিয়ম লঙ্ঘন করছেন। সেতুর ওপর আমাদের টহল টিম রয়েছে। যারাই নিয়ম ভাঙছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে আরও কড়াকড়ি হওয়া প্রয়োজন বলে মনে করেন ট্রাফিক পুলিশের এ কর্মকর্তা। তিনি বলেন, মোটরসাইকেল থামিয়ে সেতুতে ছবি তোলা, নির্ধারিত লেন ক্রস করে অন্য লেনে না চলা, ওভারটেকিং না করার জন্য বারবার সতর্ক করা হচ্ছে। তারপরও এমন অবস্থায় আরও কড়াকড়ি হওয়া প্রয়োজন। আগামীকাল থেকে আমাদের অবস্থান আরও জোরালো হবে।
আরাফাত রায়হান সাকিব/এসআর/এমএস