আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
সুদান ত্যাগ করবে না জাতিসংঘ: গুতেরেস
সুদানে সামরিক বাহিনীর দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে কয়েক দিন ধরে চলছে সংঘাত-সহিংসতা। এতে এখন পর্যন্ত চার শতাধিক নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশের নাগরিকেদের সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে জাতিসংঘ সুদান ছাড়বে না বলে জানিয়েছেন এর মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সংস্থাটি সেখানে কার্যক্রম পরিচালনা করবে।
এক শাড়ি নিয়ে দোকানে দুই নারীর চুলোচুলি, ভিডিও ভাইরাল
শাড়ির দোকানে চলছিল বেচাকেনা। দোকানের মধ্যে নারীদের ভিড়ে তিলধারণের জায়গা পর্যন্ত নেই। এরই মধ্যে একটি শাড়ি নিয়ে রণক্ষেত্রে পরিণত হলো দোকান। একই শাড়ি নিয়ে চুলোচুলি করতে দেখা যায় দুই নারীকে। এ সম্পর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে, ঘটনাটি ভারতের বেঙ্গালুরুর মালেশ্বরমের।
অন্য নারীকে বিয়ে, সাবেক প্রেমিককে অ্যাসিড নিক্ষেপ তরুণীর
অন্য এক নারীকে বিয়ে করার সময় সাবেক প্রেমিককে অ্যাসিড নিক্ষেপ করেছেন ২২ বছরের এক তরুণী। এজন্য পুলিশ ওই তরুণীকে গ্রেফতার করেছে। ভারতের ছত্তিসগড়ের বাসতার জেলায় এ ঘটনা ঘটে।
সাহাবুদ্দিনকে চীনা প্রেসিডেন্টের অভিনন্দন
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো: সাহাবুদ্দিন। এ জন্য চীনের সরকার ও নাগরিকদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়ে পত্র পাঠিয়েছেন প্রেসিডেন্ট শি জিন পিং। সোমবার (২৪ এপ্রিল) বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
চীনকে মোকাবিলায় আরও ক্ষেপণাস্ত্র কিনছে অস্ট্রেলিয়া
চীনের হুমকি মোকাবিলায় ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার সমৃদ্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এ জন্য দেশটি দূর পাল্লার আরও ক্ষেপণাস্ত্র কিনছে। একটি সামরিক পর্যালোচনায় এমন তথ্য জানানো হয়েছে।
৮১ বছর পর খোঁজ মিললো ২য় বিশ্বযুদ্ধে ডুবে যাওয়া জাহাজের
দক্ষিণ চীন সাগরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া একটি জাপানি জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলেস গত শনিবার (২২ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন।
বিশ্বজুড়ে সামরিক ব্যয় সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে
২০২২ সালে সারাবিশ্বে সামরিক ব্যয় হয়েছে ২ দশমিক ২৪ ট্রিলিয়ন ডলার, যা সর্বকালের সর্বোচ্চ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) জানিয়েছে, ইউক্রেন-রাশিয় যুদ্ধের কারণেই বিশ্বজুড়ে সর্বোচ্চ সামরিক ব্যয় হয়েছে। সংস্থাটি বলেছে, বেশিরভাগ ব্যায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য বাড়লেও, অন্যান্য দেশগুলোও রুশ হুমকির প্রতিক্রিয়ায় নিজেদের সামরিক ব্যয় বাড়িয়েছে।
বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলা, অন্তত ৬০ বেসামরিক নাগরিক নিহত
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর পোশাক পরে আসা সশস্ত্র ব্যক্তিদের হামলায় প্রায় ৬০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (২১ এপ্রিল) ইয়াতেঙ্গা প্রদেশের কারমা গ্রামে হামলার এ ঘটনা ঘটে। রোববার (২৩ এপ্রিল) স্থানীয় কৌঁসুলি লামিনে কাবোরে এসব তথ্য জানান।
ওয়াগনার বাহিনীর হয়ে যুদ্ধ করেছেন পুতিনের ঘনিষ্ঠ মিত্রর ছেলে
ক্রেমলিনের মুখপাত্র অর্থাৎ পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি পেসকভের ছেলে নিকোলাই পেসকভ দাবি করেছেন, তিনি প্রায় ছয় মাস ইউক্রেন যুদ্ধে ভাড়াটে সৈন্যবাহিনী ওয়াগনারের হয়ে কাজ করেছেন। দেশের প্রতি ভালোবাসা ও নিজ দায়িত্ববোধ থেকেই এমন কাজ করেছেন বলে জানান নিকোলাই।
নিউজিল্যান্ডে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ সময় সোমবার (২৪ এপ্রিল) সকাল ৬টা ৪১ মিনিট নাগাদ দেশটির কেরমাদেক দ্বীপপুঞ্জে ভূমিকম্পটি আঘাত হানে।
এমএসএম/এমএস