গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ঢাকাগামী এনা পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও এক কিশোর।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাইপাস সড়কের মূলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম-ঠিকানা পাওয়া যায়নি। তবে বয়স ১৭ বছর। আহত মিরাজ গাজীপুরের টঙ্গী এলাকার জালাল মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফজলুল হক জাগো নিউজকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা ওই কিশোর নিহত হয়। এ সময় মিরাজ আহত হয়।
এসআই আরও বলেন, ঘটনার পর ঘাতক এনা পরিবহনের বাসটি ও চালককে স্থানীয়রা আটক করেছে। তবে বাসটির হেলপার পালিয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা এবং নিহতের মরদেহ থানা হেফাজতে আছে।
আব্দুর রহমান আরমান/এসজে/জিকেএস