দেশজুড়ে

ঈদে নানাবাড়ি বেড়াতে এসে লাশ হলো শিশু

যশোরের বেনাপোলে ঈদে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে সাবিত হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবিত যশোরের শার্শা উপজেলার জামতলা টেংরা গ্রামের প্রবাসী লিটন হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ঈদের দ্বিতীয় দিন বিকেলে সাবিতের মা ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে প্রতিবেশী বাচ্চাদের সঙ্গে খেলতে যায় সাবিত। খেলা শেষে সবাই ফিরে এলেও সে বাড়ি ফেরেনি। পরে পরিবারের সবাই খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পাশের একটি পুকুরে সাবিতকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। ততক্ষণে শিশুটি মারা যায়।

বেনাপোল ইউনিয়ন পরিষদের সদস্য মিন্টু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জামাল হোসেন/এসআর/এমএস