দেশজুড়ে

অটোরিকশার সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

নেত্রকোনায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আরিফ মিয়া (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। তিনি জেলার মোহনগঞ্জ উপজেলার নওহাল গ্রামের বাবুল মিয়ার ছেলে। নিহত আরিফ দুর্ঘটনার সময় মোটরসাইকেল চালাচ্ছিলেন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের গুতুরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সালমান (২০) ও তুষার মিয়া (১৮) নামে আরও দুই তরুণ আহত হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ থেকে তিন যুবক মোটরসাইকেলে করে কলমাকান্দা যাচ্ছিলেন। গুতুরাবাজারে আসা মাত্রই উল্টোদিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা আরিফসহ তিনজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আরিফকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এইচ এম কামাল/এএএইচ