দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অর্ধশতাধিক চিকিৎসককে গাইনি ও অ্যানেসথেশিয়া বিষয়ে ৬ মাসের প্রশিক্ষণ গ্রহণের জন্য মনোনয়ন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পারসোনাল শাখা-৩ এর সিনিয়র সহকারী সচিব নুরুন্নাহার রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে মোট ৫৫ জন চিকিৎসকে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজের জন্য মনোনীত করে একটি প্রজ্ঞাপন জারি করেন। জানা গেছে, অ্যানেসথেসিয়া বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের জন্য মোট ২৫ জনকে বিভিন্ন মেডিকেলে মনোনয়ন দেয়া হয়। এর মধ্যে ঢাকা মেডিকেলে ১০ জন, কুমিল্লায় ৬ জন, বগুড়া শহীদ জিয়াউর রহমানে ৯ জন রয়েছেন। এছাড়া গাইনি বিষয়ে প্রশিক্ষণের জন্য মোট ৩০ জনের মধ্যে ১০ জনকে ঢামেক হাসপাতালে, স্যার সলিমুল্লায় ৮ জন, কুমিল্লায় ৬ জন ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়ায় ৬ জনকে মনোনয়ন দেয়া হয়। মনোনীত চিকিৎসকদের আগামী পাঁচদিনের মধ্যে সংশ্লিষ্ট মেডিকেল কলেজে যোগদান করতে বলা হয়েছে। এমইউ/এসএইচএস/এবিএস