সদ্য সমাপ্ত বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৬ তে নানা অফারের মাঝে সবচেয়ে আকর্ষণীয় গিফট হ্যাম্পার ছিল লেনোভোর স্ক্রাচকার্ডে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ল্যাপটপ মেলার তৃতীয় ও শেষ দিনে লেনোভোর ল্যাপটপ কিনে স্ক্রাচকার্ড ঘষে আকর্ষণীয় গিফট ‘স্মার্টফোন’ পেয়েছেন একজন সৌভাগ্যবান ক্রেতা।লেনোভোর প্রোডাক্ট ম্যানেজার খন্দকার খালেদ বিন আহমেদ, অ্যাসিসট্যান্ট ম্যানেজার রুহুল আমিন এবং সিনিয়র এক্সিকিউটিভ রফিকুল ইসলাম উপস্থিত থেকে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।উল্লেখ্য, মেলা উপলক্ষ্যে প্রতি লেনোভোর পক্ষ্য থেকে ‘স্বাধীনতা’ অফার ছিল। অফারের আওতায় লেনোভো ল্যাপটপ ক্রয়ে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতাদের জন্য উপহার হিসেবে ছিল- ব্রাভিয়া এলইডি টিভি, স্মার্টফোন, ট্যাব, মোবাইল ফোন, প্রিন্টার, টি-শার্ট, স্পীকার, মাউস, পেনড্রাইভসহ নানা আকর্ষণীয় পুরস্কার।আরএম/আরএস/এবিএস