গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দেশিয় দুইটি পাইগান ও ছয় রাউন্ড গুলিসহ মো. ফয়জার রহমান (৪৮) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের বাদশা এমপির মোড় এলাকা থেকে সোমবার বিকেল ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়। ফয়জার রহমান সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের চর চতরাবাড়ি গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে। গাইবান্ধা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন সর্দার জানান, ফয়জার রহমান ব্যাগে করে দুইটি পাইপগান নিয়ে বাড়ি থেকে সুন্দরগঞ্জে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা বেগুনের ব্যাগ থেকে স্থানীয়ভাবে তৈরি (সচল) দেশিয় দুটি পাইপগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, সাইদুর একজন কুখ্যাত ডাকাত সর্দার। ডাকাতির কাজে সাইদুর এসব পাইপগান ব্যবহার করে। এছাড়া তিনি বিভিন্ন এলাকায় এসব পাইপগান ব্যবসায়িক ভিত্তিতে পাচার করে থাকে। তার বিরুদ্ধে সুন্দরগঞ্জসহ বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় ফয়জারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান ওসি। অমিত দাশ/এআরএ/পিআর