খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আনিছুর রহমান বিশ্বাস চার দিনের সফরে চীন গেছেন। চীনের যন্ত্রপাতি নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়াইটিও ইন্টারন্যাশনাল লিমিটেডের আমন্ত্রণে সোমবার দুপুরে বেইজিং এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ ও নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মো. আব্দুল আজিজ সফরসঙ্গী হিসেবে ভারপ্রাপ্ত মেয়রের সঙ্গে রয়েছেন। সফরকালে ভারপ্রাপ্ত মেয়র খুলনা সিটি কর্পোরেশনের জন্য হুইলড পেভার ও হুইলড স্কেভেটর ক্রয়ের বিষয়ে প্রি-শিপমেন্ট কার্যক্রম পরিদর্শন করবেন। এছাড়া তিনি ওয়াইটিও ইন্টারন্যাশনাল কোম্পানির দুইটি কারখানাসহ বেশ কয়েকটি কারখানা এবং চীনের গুরুত্বপূর্ণ কয়েকটি নগরীর নগর ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করবেন। ভারপ্রাপ্ত মেয়র মো. আনিছুর রহমান বিশ্বাষ চীনে অবস্থানকালে প্যানেল মেয়র শেখ হাফিজুর রহমান হাফিজ মেয়রের দায়িত্ব পালন করবেন।আলমগীর হান্নান/এআরএ/এবিএস