দেশজুড়ে

ফেনীতে হর্ন বাজিয়ে শব্দদূষণ, ৪ চালকের জরিমানা

ফেনীতে হাইড্রোলিক হর্ন বাজিয়ে শব্দ দূষণের অপরাধে চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় অভিযান চালানো হয়।

এসময় চার মামলায় চার চালককে তিন হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া মহাসড়কে চলাচলকারী অন্যান্য চালকদের শব্দ দূষণের ক্ষতিকারক দিকসমুহ তুলে ধরে সচেতন করা হয়।

এসময় পরিবেশ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক শওকত আরা কলি, মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসনের আয়োজনে ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতা শহরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জিকেএস