ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলে ফেরানো হয়েছে ব্যাটসম্যান আহমেদ শেহজাদকে। তার জন্য বাদ দেয়া হয়েছে এশিয়া কাপে হতাশাজনক পারফরম্যান্স করা খুররাম মঞ্জুরকে। আজ (সোমবার) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চূড়ান্ত তালিকা পাঠিয়েছে আইসিসিতে।২৪ বছর বয়সী শেহজাদ এখন পর্যন্ত ৪০টি টি-টোয়েন্টি খেলে করেছেন ৯৪১ রান। আর ক্রিকেটার সংক্ষিপ্ত এই সংস্করণে পাকিস্তানের হয়ে একমাত্র শতরান করা ক্রিকেটারও তিনি।অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ঢুকেছেন আরেক টপ অর্ডার ব্যাটসম্যান খালিদ লতিফ। ১৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তান প্রথম ম্যাচ খেলবে প্লে-অফ পর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে।টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান স্কোয়াডশহিদ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শারজিল খান, আহমেদ শেহজাদ, উমর আকমল, শোয়েব মালিক, সারাফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, আনোয়ার আলি, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান, খালিদ লতিফ, মোহাম্মদ নাওয়াজ, ইফতিখার আহমেদ এবং মোহাম্মদ সামি।আইএইচএসএস/বিএ