রাকেশ রহমান, যুক্তরাজ্য
লন্ডনে প্রবাসীর ভাবনা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল লন্ডনের প্রাণকেন্দ্রে হোয়াইট চ্যাপেলের একটি হলে ঢাকাবাসীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় সাবেক মন্ত্রী ও জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, আগামী নির্বাচন এই সরকারে অধীনে হতে দেওয়া হবে না। আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব ও এলাকায় জানিয়ে দেন তারেক রহমানের ডাকে সবাই যেন রাস্তায় আন্দোলনে নেমে আসে। গতবার গোটা দেশ অচল ছিলো আর এবারে জীবন দিয়ে হলেও ঢাকা অচল করে সরকারের পতন ঘটানো হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জয়নুল আবদিন ফারুক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ। বিশেষ অতিথি আলহাজ এম এ মালিক সভাপতি, বিএনপি যুক্তরাজ্য, নির্বাহী সদস্য কেন্দ্রীয় বিএনপি, কয়ছর এম আহমেদ সাধারণ-সম্পাদক বিএনপি যুক্তরাজ্য।
যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান মুজিব, তৈমুছ আলী, তাইজুল ইসলাম। ব্যারিস্টার আবু ইলিয়াসের সভাপতিত্বে এবং মারুফ গিয়াস বাপ্পি (সাবেক সভাপতি সরকারি ইস্পাহানি কলেজ কেরানীগঞ্জ ঢাকা) এর সঞ্চালনায় বক্তব্য দেন সকল অতিথি ও রাজনৈতিক নেতারা।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শফিকুল ইসলাম শাহিন, ব্যারিস্টার জাহাঙ্গীর আলম (সাভার), শামীম রেজা এবং সাইফ উদ্দিন সাইফ।
এছাড়াও সভায় আরও বক্তব্য দেন বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান তৈমুছ আলী তাইজুল ইসলাম, পারভেজ মল্লিক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখা, নজরুল জুনায়েদ খান সাবেক ছাত্রদল নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্যারিস্টার তারেক বিন আজিজ সাবেক ভিপি ছাত্রদল বুয়েট বিশ্ববিদ্যালয়, খসরুজ্জামান সহ-সাধারণ সম্পাদক যুক্তরাজ্য শাখা, শফিকুল ইসলাম রিবলু সদস্য জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ।
উপস্থিত ছিলেন- ব্যারিস্টার লিটন আফিন্দি সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য, ব্যারিস্টার আমিনুল হক লিটন বিএনপির আইনজীবী নেতা, সাহেদুর রহমান সাহেদ সভাপতি আইনজীবী ছাত্র ফোরাম যুক্তরাজ্য শাখা, শাহনেওয়াজ জুয়েল সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য, সাবেক ছাত্রদল নেতা সালাউদ্দিন, গিয়াস উদ্দিন, সজল, মজিবুর রহমান, রাজ কৌশিক, আসাদ, রয়েল, শেখ নাসির উদ্দিন তথ্য ও গবেষণা সম্পাদক যুক্তরাজ্য যুবদল ও হাবিবুর রহমান খোকন কোরআন তেলাওয়াত এবং দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শামীম।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন লেখক, কলামিস্ট রাকেশ রহমান, প্রবাসীদের প্রাণের দাবি পূরণের লক্ষ্যে বক্তব্য দেন ঢাকা অ্যাসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট ব্যারিস্টার মুফতি নাফিস। নারীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
আরও বক্তব্য দেন সাবেরা আমান, অর্পা আমান, ফেরদোসি রহমান আহ্বায়ক যুক্তরাজ্য মহিলা দল, অন্জনা আলম সদস্য সচিব যুক্তরাজ্য মহিলা দল, তাসনোবা আহমেদ আইনজীবী ছাত্র ফোরাম।
এমআরএম/জিকেএস