দেশজুড়ে

যশোরে মাইক্রোবাস চাপায় শিশু নিহত

যশোরের শার্শায় মাইক্রোবাস চাপায় সাইকেল আরোহী মেহেদী হাসান (১২) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে শার্শা-কাশিপুর সড়কের ডিহি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মেহেদী হাসান শার্শা উপজেলার কাশিপুর বটতলা গ্রামের মিলন হোসেনের ছেলে।

গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাবুর রহমান জানান, মেহেদী হাসান বাড়ি থেকে সাইকেল যোগে পাকশিয়া বাজারে আসার সময় ডিহি নামক স্থানে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে শিশুটি সাইকেল থেকে পড়ে মাইক্রোবাসের চাকার নিচে গিয়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। মাইক্রোবাসটি এলাকাবাসী আটক করে রাখে।

মো. জামাল হোসেন/এমআইএইচএস