জাতীয়

রায় প্রভাবিত করতেই দুই মন্ত্রীর বিরূপ মন্তব্য

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, প্রধান বিচারপতি ও মীর কাসেম আলীর রায় নিয়ে সরকারের দুই মন্ত্রী বিরূপ মন্তব্য করায় আদালত তলব করেছে। দুই মন্ত্রী মন্তব্য করে চরমভাবে আদালত অবমাননা করেছেন। তারা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করেছেন বলেও দাবি করেছেন তিনি।মঙ্গলবার সকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে আপিলের রায় প্রকাশের পর সাংবাদিকদের  তিনি একথা বলেন। খন্দকার মাহবুব বলেন, দুই মন্ত্রীর বিষয়ে সরকার কী পদক্ষেপ নেয় তা দেখার বিষয়। সংবিধানের রক্ষকরা যেভাবে সংবিধান ভঙ্গ করেছেন তাদের বিষয়ে কী ব্যবস্থা নিবে সেটা সরকারই ভালো জানেন। তবে বিচার বিভাগ দুই মন্ত্রীকে আদালতে তলব করায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।এর আগে মঙ্গলবার ৯টা ৪০ মিনিটের দিকে মীর কাসেম আলীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বহাল রেখে চূড়ান্ত রায় ঘোষণা করেন আপিল বিভাগ।  প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। জেইউ/জেএইচ/পিআর