রাজনীতি

রায়ে প্রত্যাশা পূরণ হয়েছে : মেনন

মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড আপিল বিভাগেও বহাল রাখায় প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। মঙ্গলবার আপিল বিভাগে মীর কাসেমের রায় ঘোষণা পর জাগো নিউজের কাছে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।এছাড়া মীর কাসেম আলীর বিরুদ্ধে আপিল বিভাগের এই রায়ের মধ্য দিয়ে চলমান সংকটেরও নিরসন হলো বলে মন্তব্য করেন তিনি।তিনি বলেন, “আমরা অধীর আগ্রহ নিয়ে এমন একটি রায়ের অপেক্ষায় ছিলাম। আপিল বিভাগ ফাঁসি বহাল রেখে সকলের প্রত্যাশা পূরণ করেছে। রায় নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল তারও নিরসন হলো।”উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। এএসএস/আরএস/এমএস