নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে পেরেক পুঁতে ফাঁদ পেতে সিমেন্টবোঝাই ট্রাক ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। সোমবার (১ মে) রাত পৌনে ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশের উপস্থিত টের পেয়ে ডাকাতদল পালিয়ে যায়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক এ তথ্য জানান। তিনি বলেন, মানিকপুর বিল এলাকায় মহাসড়কে পেরেক পুতে রাখে ডাকাতদল। রাতে নারায়ণগঞ্জ থেকে নওগাঁগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক ওই সড়ক দিয়ে যাচ্ছি। মহাসড়কে ডাকাতদলের বিছিয়ে রাখা পেরেকে ট্রাকের চাকা পাংচার হয়। এতে চালক ট্রাকটি সেখানে থামান।
ওসি বলেন, ট্রাকচালকের গলায় ছুরি ধরে তাকে জিম্মি করার চেষ্টা করে ডাকাতরা। ট্রাকচালক অস্ত্রধারী এক ডাকাতকে লাথি মারলে তিনি ছিটকে পড়েন। এ সময় অন্য ডাকাতরা এগিয়ে আসার চেষ্টা করতেই সেখানে পৌঁছে টহল পুলিশ। পুলিশ দেখে বিলের মধ্যে পালিয়ে যায় ডাকাতদল। পরে খবর পেয়ে পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছে।
ডাকাত ধরতে মানিকপুরের ওই বিলে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
রেজাউল করিম রেজা/এএএইচ