দেশজুড়ে

নববধূকে ইঁদুর মারার বিষ খাইয়ে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরে বিয়ের দেড় মাসের মাথায় শরবতের সঙ্গে ইঁদুর মারার বিষ খাইয়ে খুরশিদা আক্তার খুশি (১৮) নামে এক তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ফজলুল করিম ফজলুকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ মে) দুপুরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। আটক ফজলুল লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর বটতলি এলাকার বাসিন্দা ও পেশায় নির্মাণ শ্রমিক। তার স্ত্রী খুশি কমলনগর উপজেলার দক্ষিণ চরমার্টিন গ্রামের জিয়াউর রহমানের মেয়ে।

সদর হাসপাতালে খুশির বড়ভাই আব্দুর রহিম বলেন, ‘দেড় মাস আগে পারিবারিকভাবে ফজলুর সঙ্গে খুশির বিয়ে হয়। বিয়ের পরে জানা যায় ফজলু মাদকাসক্ত। এ নিয়ে খুশির সঙ্গে কলহ সৃষ্টি হয়। সোমবার রাতে মাদকসেবন করে ফজলু ঘরে ফেরে। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ফজলু তাকে মঙ্গলবার ভোরে শরবতের সঙ্গে ইঁদুর মারার বিষ মিশিয়ে খাইয়ে দেয়। মঙ্গলবার সকালে আশঙ্কাজনক অবস্থায় তাকে সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

অভিযোগ করে আব্দুর রহিম বলেন, ‘বিষ খাইয়ে দেওয়ার পরও আমার বোন মারা যায়নি। তাকে হাসপাতালে আনার পর ফজলু গলা টিপে হত্যা করেছে।’

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, খাদ্যে বিষক্রিয়া অবস্থায় ওই নারীকে হাসপাতালে এনে ভর্তি করা হয়। পরে সে মারা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জাগো নিউজকে বলেন, নিহতের স্বামীকে আটক করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

কাজল কায়েস/এসজে/এএসএম