দেশজুড়ে

নাটোরে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ

নাটোরে সাবেক মন্ত্রীপরিষদ সচিব মো. কবির বিন আনোয়ারের সামনেই আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২ মে) দুপুর দেড়টার দিকে শহরের কান্দিভিটু এলাকায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের স্মার্ট কর্নার উদ্বোধন ও আগামী নির্বাচনকে সামনে রেখে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনকেন্দ্রিক মতবিনিময় ও দিকনির্দেশনা দিতে নাটোরে আসেন সাবেক মন্ত্রীপরিষদ সচিব মো. কবির বিন আনোয়ার। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে আসার কথা থাকলে তিনি অনুষ্ঠানস্থলে আসেন দুপুর ১টার দিকে।

পার্টি অফিসে এসেই তিনি ফিতা কেটে আওয়ামী লীগের জেলা শাখার স্মার্ট কর্নার উদ্বোধন করেন। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান এবং স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সমর্থকরা সেখানে তাদের নিজ নেতাদের নামে স্লোগান দিতে থাকেন। পরে কবির বিন আনোয়ার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা মঞ্চের দিকে যাওয়ার সময় রমজান ও শিমুল গ্রুপের কর্মী-সমর্থকরা স্লোগান ও আসনে বসাকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।

এসময় তারা একে অপরের দিকে চেয়ার ছোঁড়াছুঁড়ি ও লাঠিসোটা নিয়ে হামলা চালান। সেখানে উপস্থিত সাবেক মন্ত্রীপরিষদ সচিবসহ সিনিয়র নেতারা তাদের থামানোর চেষ্টা করেন। এতে তারা কর্ণপাত না করে হামলা অব্যাহত রাখেন। পরে কবির বিন আনোয়ার মঞ্চ থেকে এসে নেতাকর্মীদের থামানোর চেষ্টা করেন। সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলও তার কর্মী-সমর্থকদের থামানোর চেষ্টা করেন এবং পার্টি অফিস থেকে তাদের বের হয়ে যেতে বলেন। কিন্তু শিমুল সমর্থকরা পুনরায় পার্টি অফিসে ঢুকে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে কবির বিন আনোয়ার বলেন, আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। সেই সংগঠনের নেতাকর্মী হয়ে এমন আচরণ করা সমীচীন নয়। বাংলাদেশ নামক রাষ্ট্রটির অবস্থা এক সময় খুব নাজুক ছিল। আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সেই অবস্থা থেকে তুলে এনে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর দায়িত্ব পেয়ে এখানে এসেছি। আশা করছি, এখানেও দলের ভেতর কোনো সমস্যা থাকবে না। নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করার মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর হিসেবে নির্বাচিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। এসময় নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, ২০২০ সাল থেকে জামায়াত-বিএনপির লোকজন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সঙ্গে ওঠাবসা করছে। আজ স্মার্ট কর্নার উদ্বোধন শেষে আলোচনা সভা শুরুর প্রাক্কালে শিমুলের লোকজন আওয়ামী লীগ পরিবারের নেতাদের তুলে দিয়ে চেয়ার ছোঁড়াছুঁড়ি করে। পরে তারা আওয়ামী লীগের পার্টি অফিসে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এর আগে তারা পার্টি অফিসে আসেনি, এই ধরনের ঘটনা ঘটেনি। তারা আজ পরিকল্পিতভাবে পার্টি অফিসে এসে হামলা চালিয়েছে। আমি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।

তিনি আরও বলেন, পার্টি অফিসের সব ঘটনা সিসিটিভি ফুটেজে ধারণ করা রয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনি জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অপরদিকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, রমজান সাহেবের অভিযোগ ভিত্তিহীন, বানোয়াট। জেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ বিন আজিজ, জেলা সৈনিক লীগের সভাপতি আমিরুল ইসলাম জনিকে থাপ্পড় মারায় এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। পরবর্তীতে আমি নিজে উদ্যোগী হয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেছি। দলের ত্যাগী নেতাকর্মীর আমার সাথেই আছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, অনুষ্ঠানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রেজাউল করিম রেজা/এমআরআর/এএসএম