চুরির অপবাদে মা-ছেলেকে মারধরের অভিযোগে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ মে) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। দুপুরে রানীগঞ্জ বাজার থেকে ইউপি চেয়ারম্যান সাজ্জাদকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার আবিরের পাড়া আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা মনোয়ারা বেগম তার ছেলেকে নিয়ে নিয়ে বসবাস করে আসছেন। ১ মে ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন ও সদস্য মফিজল মিয়া (৫০) ওই ছেলে ও মাকে বাড়ি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে মারধর করেন।
চুরির অপবাদ দিয়ে আশ্রয়ণ কেন্দ্রের ঘরে মা-ছেলেকে তালাবদ্ধ করে রাখা হয়। এলাকা না ছাড়লে তাদের হত্যারও হুমকি দেন চেয়ারম্যান। উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় মনোয়ারা বেগম মঙ্গলবার সকালে ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন ও সদস্য মফিজাল মিয়াকে আসামি করে থানায় মামলা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জাগো নিউজকে বলেন, এক নারী থানায় মামলা করেছেন। অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের পর দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। অপর আসামি মফিজাল মিয়াকে আটকের চেষ্টা অব্যাহত আছে।
মো. মাহাবুর রহমান/এসজে/এএসএম