দেশজুড়ে

চট্টগ্রামে তিন হাজার ইয়াবাসহ যুবক আটক

চট্টগ্রামে তিন হাজার পিস ইয়াবাসহ ওয়াকিল নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে নগরীর পশ্চিম খুলশীর নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। ওয়াকিল খুলশী থানায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি ও নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানা গেছে।খুলশী থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।আটকের পর তার শরীরে তল্লাশি চালিয়ে প্যান্টের দুই পকেট থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।জীবন মুছা/এআরএস/আরআইপি