দেশজুড়ে

ফরিদপুরে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

ফরিদপুরে ছয়টি মোটরসাইকেলসহ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩ মে) দুপুর ১টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার।

গ্রেফতাররা হলেন- ফরিদপুরের বায়তুল আমান এলাকার শেখ রতনের ছেলে রিয়াজুল ইসলাম (২৬), শহরের কমলাপুর এলাকার ১৭ বয়সী এক কিশোর ও দক্ষিণ ঝিলটুলী এলাকার শেখ শফিউদ্দিনের ছেলে আবদুল্লাহ আল মামুন (২১)।

আরও পড়ুন: চট্টগ্রামে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার 

সুমন রঞ্জন সরকার বলেন, গ্রেফতারকৃতরা বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল কম দামে ক্রয় করতেন। পরে তাদের নিজেদের গ্যারেজ থেকে ইঞ্জিন ও চেসিস নম্বর বিকৃত করে বেশি দামে বিক্রি করতেন।

এসময় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম, এসআই মো. ইমানুর হোসেন ও আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শহরের রিয়াজুল ইসলামের মোটরসাইকেল গ্যারেজ ও শহরের টেপাখোলা বেড়িবাঁধ এলাকার অর্জুনের গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের গ্যারেজ থেকে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস